JustPaste.it

 শাইখ আনওয়ার আওলাকি রাহিমাহুল্লার লেকচার ‘Whoever desires to look forward to meeting Allah Suhanahu Wa Ta'la’

                                                                  এর বঙ্গানুবাদ    

 

الحمد لله و الصلاة والسلام على سيدنا محمد  وعلى اله وصحبه وسلم

مَنْ أَحَبَّ لِقَاءَ اللهِ أَحَبَّ اللهُ لِقَاءَهُ وَمَنْ كَرِهَ لِقَاءَ اللهِ كَرِهَ اللهُ لِقَا

 

যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের ইচ্ছা পোষণ করে, আল্লাহও তার সাথে সাক্ষাতে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করবেন।

যখন আয়িশা রাদিয়াল্লাহু আনহা এ  কথা শুনলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন। যখন তিনি কিছু বুঝতে না পারতেন , তিনি প্রশ্ন করতেন। তাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললেন,

ومن منا لا يكرها الموت ؟

''আর আমাদের ভিতরে কে মৃত্যুকে অপছন্দ করে না ?

 আমারা মৃত্যুকে অপছন্দ করি ! এটার অর্থ কি এই যে, আমরা আল্লাহর সাথে সাক্ষাতকে অপছন্দ করি ?'' রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,'' ليس كذلك '' না, আমার কথার উদ্দেশ্য এটা নয় ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

ولَكِنَّ المُؤْمِنَ إذا حَضَرَهُ المَوْتُ بُشِّرَ برِضْوانِ اللَّهِ وكَرامَتِهِ، فليسَ شَيءٌ أحَبَّ إلَيْهِ ممَّا أمامَهُ؛ فأحَبَّ لِقاءَ اللَّهِ، وأَحَبَّ اللَّهُ لِقاءَهُ،

ন্তু মুমিনরা যখন মৃত্যুর কাছাকাছি উপস্থিত হবে তখন তাকে এই সুসংবাদ দেওয়া হবে যে, ''আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তাই তিনি তাকে সম্মানিত করবেন।'' তাই তার পরবর্তী মূহুর্তগুলো তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হয়ে দাড়ায়,যা তার সামনেই অবস্থান করছে। এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা-র সাথে সাক্ষাৎকরতে ব্যাকুল হয়ে যায়, তাই আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন।

 

وإنَّ الكافرَ إذا بُشِّرَ بعَذابِ اللَّهِ وعُقُوبَتِهِ، فليسَ شَيءٌ أكْرَهَ إلَيْهِ ممَّا أمامَهُ؛ كَرِهَ لِقاءَ اللَّهِ، وكَرِهَ اللَّهُ لِقاءَهُ

 

কিন্তু অবিশ্বাসীরা যখন মৃত্যুর কাছাকাছি অবস্থান করে তখন তাকে এই সংবাদ দেওয়া হয় যে,আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তোমার উপর ক্রব্ধ হয়েছেন এবং অবশ্যই তিনি তোমাকে শাস্তি দিবেন। তাই তার কাছে সবচেয়ে অপছন্দের বিষয় হয়ে ওঠে, যার মুখোমুখি সে হতে যাচ্ছে ! তাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাথে সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। এমনকি সেই ব্যক্তি মৃত্যুর পরে, যখন তাকে জানাজার জন্য নিয়ে যাওয়া হয়। বুখারী থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

إذَا وُضِعَتِ الجِنَازَةُ، فَاحْتَمَلَهَا الرِّجَالُ علَى أعْنَاقِهِمْ، فإنْ كَانَتْ صَالِحَةً قالَتْ: قَدِّمُونِي، قَدِّمُونِي، وإنْ كَانَتْ غيرَ صَالِحَةٍ قالَتْ: يا ويْلَهَا، أيْنَ يَذْهَبُونَ بهَا؟ يَسْمَعُ صَوْتَهَا كُلُّ شيءٍ إلَّا الإنْسَانَ، ولو سَمِعَهَا الإنْسَانُ لَصَعِقَ

 

যখন তার জানাযা অনুষ্ঠিত হয়, এবং সেই ব্যক্তিকে যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়। যদি এটা একজন মুমিন ব্যক্তি হয় ! যদি এটি একজন মুমিন ব্যক্তি হয় তাহলে সে বলবে, যত দ্রুত সম্ভব আমাকে নিয়ে চলো। এই ব্যক্তি কবরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কারণ সে আল্লাহর থেকে পুরস্কারের জন্য প্রত্যাশা করেছে !

 

এবং রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঅন্যথায় যদি এটি একজন খারাপ ব্যক্তি হয়!  তাহলে সে বলবে,'' আফসোস ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, '' আর মানুষ ব্যতীত প্রত্যেকেই এই শব্দ শুনতে পাবে !'' এবং মানুষ যদি এটা শুনতে পেত,তাহলে তারা এর আঘাতে ( চিৎকার শব্দে) মারা যেত ! এই আঘাত-ই তাদের মৃত্যুর কারণ হতো ! তারা যদি ওই ব্যক্তিকে এটা বলতে শুনতো, '' আমাকে সেখানে নিয়ে যেও না ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ? আফসোস এই ব্যক্তির জন্য ! তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ?''

 

রাসুলুল্লাহ   সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেন, যদি মানুষ এটা শুনতে পেত তাহলে তারা এ্রর আঘাতেই ( চিৎকার শব্দে) মারা যেত।আঘাতে (ঝটকায়), একটি আঘাতে (ঝটকায়) মারা যেত, আঘাতের (ঝটকার) কারণে ! এটাই বাস্তবতা যা আমরা জানি না, এটাই বাস্তবতা।

 

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যদি বিষয়টা এমন না হতো যে, তোমরা কেউ মৃতকে দাফন না করতে তাহলে আমি আল্লাহর কাছে অনুরোধ করতাম তিনি যেন তোমাদের এই শব্দ  ( মৃতের কান্না ) শোনার অনুমতি দেন। কবরের ব্যক্তিদের চিৎকার ( তাদের আওয়াজ ) !  রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করতে পারতাম , তাদের  ( মৃতে ব্যাক্তির) কান্না ( চিৎকার) শুনতে দেওয়ার জন্য , কবরের আযাবের ! কিন্তু আমার ভয় হয় ! যদি আমি এমনটা করি তাহলে তোমরা কেউ মৃতকে আর দাফন করবে না

 

 

صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا

 

 

অনুবাদক

আস সাইফ টিম