JustPaste.it

হারাকাতুশ শাবাবের মুজাহিদরা সোমালিয়াতে নির্বাচনী ভোটের কার্যক্রম বানচাল করার চেষ্টা করছে।– জিবুতী পররাষ্ট্রমন্ত্রী।


জিবুতী সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ইউসূফ বলেন: হারাকাতুশ শাবাবের মুজাহিদরা অধিক হারে আক্রমণ করে  এবং আফ্রিকী ইউনিয়নকে পাঠিয়ে সোমালিয়াতে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

মুহাম্মদ আলী ইউসূফ “জুন আফ্রিকা” সংবাদের এক বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করে বলেন, মধ্য সোমালিয়ার হায়রান প্রদেশের কেন্দ্রিয় শহর বালদুনে সরকারী বাহিনী গত সপ্তাহের শেষ দিকে গোলা-বারুদ ভর্তি এক ট্রাকের আক্রমনের শিকার হয়।  তারা প্রকাশ করে, এতে তাদের ৩ সৈন্য নিহত হয় এবং ৬ জন আহত হয়।

তিনি আরো বলছেন, হারাকাতুশ শাবাব যে আক্রমণ চালাচ্ছে তা সোমালিয়াতে তাদের উপস্থিতির বিষয়ে কোন ব্যঘাত সৃষ্টি করতে পারবে না।
জিবুতী পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেছেন, আল কায়দার অনুগামী হারাকাতুশ শাবাব অধিক হারে আক্রমণ ও পথের বাধা দূর করতে আত্মঘাতী হামলার মাধ্যমে জবরদখলের পথ অবলম্বন করছে। দেশে ভোটের যোগ্যতা বলে নয়।

বিশেষ করে আদিস আবাবা জরুরী অবস্থা ঘোষণা করার পর, যখন ইথিওপিয়া তার কিছু সৈন্যকে দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বেশ কিছু এলাকা থেকে সরিয়ে নিয়েছে।

আথেনটিক সত্র:

https://twitter.com/shahadanews3/status/793482727043588096

 

মুল সংবাদ:

https://justpaste.it/zy6x

 

আপনাদের নেক দুআ‘য় আমাদের ভুলবেন না।